মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে দলটির ডাকা ২৪ ঘণ্টার হরতাল বৃহস্পতিবার ভোর ৫টার থেকে শুরু হয়েছে। চলবে আগামীকাল শুক্রবার ভোর ৫টা পর্যন্ত। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর নিজামীর ফাঁসির কার্যকরের পর জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবারের হরতালের সমর্থনে বুধবার দুপুর থেকে সন্ধা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এদিকে নিজামীর ফাঁসির রায় কার্যকর করার রাত থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাব-পুলিশের পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিজিবি মোতায়েন করা হয়। হরতালে কোনো প্রকার নাশকতা যাতে না হয় সেজন্য রাজধানীতে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।