নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান মালয়েশিয়া র কুয়ালালামপুরের উদ্দেশে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করবেন।
তিনি ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
মন্ত্রী ও তার সফরসঙ্গীরা কুয়ালালামপুর ও সিঙ্গাপুরের বিভিন্ন স্থল, কন্টেইনার পোর্ট ও চেকপয়েন্ট পরিদর্শন করবেন।
মন্ত্রী কুয়ালালামপুরের ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি), জোহর বাহরুতে তেনজুং পেলাপাস বন্দর ও টিইউএএস দ্বিতীয় লিংক চেকপয়েন্ট, সিঙ্গাপুর বন্দর, আইসিডি এবং উডল্যান্ড চেকপয়েন্ট পরিদর্শন করবেন।
শাজাহান খান সিঙ্গাপুরে শারীরিক চেক-আপও করাবেন।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ খালেদ ইকবাল, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, নৌপরিবহন মন্ত্রীর একান্ত সচিব এম.এম তারিকুল ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমডোর শাহীন রহমান এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চীফ পারসোনেল অফিসার মোঃ নাসিরউদ্দিন।
তিনি ২১ মে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।