পাকিস্তানকে অবশ্যই ব্যাটিং ও ফিল্ডিংয়ে নজর দিতে হবে : নতুন কোচ আর্থার

0
425

পাকিস্তানের বোলিং আক্রমণের প্রশংসা করে নবনিযুক্ত কোচ মিকি আর্থার বলেছেন, আসন্ন ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিতে থাকা জাতীয় দলটির ব্যাটিং এবং ফিল্ডিং নিয়ে কাজ করতে হবে।
পাকিস্তানকে একটি উইনিং ইউনিটে পরিণত করার বিষয়ে আত্মবিশ্বাসী চলতি মাসের শেষ দিকে দলের সঙ্গে যোগ দিতে যাওয়া আর্থার।
ইতোপুর্বে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দলের কোচের দায়িত্ব পাওয়া আর্থার অস্ট্রেলিয়ান একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘পাকিস্তানের বোলিং বিভাগ অসাধারণ। আমাদের কাজ করতে হবে ব্যাটিং নিয়ে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের বাইরে এবং এটাই হবে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আমাদের ফিল্ডিংকেও আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমি মনে করছি, এটা একটা বড় চ্যালেঞ্জ। গত দুই বছর পাকিস্তান দল কিছুটা ধুকছে এবং অবশ্যই আমি দলটিকে র‌্যাংকিংয়ের এবং বিশ্ব ক্রিকেটের যথাস্থানে ফিরিয়ে আনতে চাই।’
নিজ মাটিতে আন্তর্জাতিক ম্যাচ না হওয়াটাই সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেটের পিছিয়ে ধাকার মূল কারণ বলে মনে করছেন আর্থার।
আর্থার বলেন, ‘পাকিস্তান দল তাদের সব ম্যাচই খেলছে দেশের বাইরে। সব সময়ই তারা এ্যাওয়ে সিরিজ খেলছে, যা সত্যিই কঠিন। নিজ কন্ডিশনের বাইরে খেলাটা সবসময়ই কঠিন এবং এটাই পাকিস্তান ক্রিকেটকে পিছিয়ে দিয়েছে।’
৪৭ বছর বয়সী আর্থার আরো বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বাইরের কন্ডিশন কিভাবে মোকাবেলা করে সেটাই হবে খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জের। আপনার দরকার ব্যাটসম্যানদের তৈরী করা ও রান করা। সুতরাং শতভাগ সঠিক টেকনিকে ব্যাটিং করতে আমাদের সত্যিই কঠোর পরিশ্রম করা দরকার।’
তিন ফর্মেইে দক্ষিণ আফ্রিকাকে বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষ স্থানে পৌছে দেয়া আর্থার চান তার নতুন দল র‌্যাকিংয়ের শীর্ষে উঠতে ধারাবাহিকতার উপর নজর দিক।
স্থান লাভ করে প্রোটিয়ারা।
তিনি বলেন, ‘ফল লাভ করতে হলে আপনার দরকার সুযোগ এবং দল তৈরী করার জন্য সময়। দল নির্বাচনে আমাদের ধারাবাহিকতা দরকার।’
প্রথমবার অনুষ্ঠিত পাকিস্তান সুপার লীগে (পিএসএল) করাচি কিংসের দায়িত্ব পালন করা আর্থার মনে করছেন, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে অনেক মেধা আছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here