পানামা পেপারসে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর নাম

0
241

পানাম পেপারসের দ্বিতীয় কিস্তিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের নাম এসেছে। তবে কোনো ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যালকম টার্নবুল এবং নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার নেভিল রান ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ায় তালিকাভুক্ত স্টার মাইনিং এনএলের বোর্ডে যোগ দিয়েছিলেন।   অস্ট্রেলীয় ফাইন্যান্সিয়াল রিভিউয়ে দাবি করা হয়েছে, সুখোই লগ নামে সার্বিয়ান স্বর্ণখনি কম্পানিটি আনুমানিক ২ হাজার কোটি অস্ট্রেলীয় ডলার উপার্জন করার আশা করেছিল। টার্নবুল এবং রান দুজনই পর্যায়ক্রমে স্টার টেকনোলজি সার্ভিসের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপের স্টার মাইনিং কম্পানির ভর্তুকিতে চলা প্রতিষ্ঠানটির সঙ্গে পানামার ল ফার্ম মোসাক ফনসেকার যোগাযোগ ছিল।   সাংবাদিকদের ম্যালকম টার্নবুল বলেছেন, অসংগতির কোনো ইঙ্গিত সেখানে নেই। সেখানে নতুন কিছু নেই। আমি এবং নেভিল রান যে কম্পানির পরিচালক ছিলাম তা ছিল অস্ট্রেলিয়ায় নিবন্ধিত কম্পানি। এই কম্পানি কি লাভের মুখ দেখেছে? আফসোস, দেখেনি। যদি দেখে তবে অবশ্যই অস্ট্রেলিয়ায় কর দেবে। পানামার আইনি সেবাদাতা প্রতিষ্ঠান মোসাক ফনসেকার মাধ্যমে কর ফাঁকি দিয়ে সম্পদের পাহাড় গড়ায় অফশোর লেনদেনসংক্রান্ত নথিগুলো চলতি বছরের এপ্রিলের শুরুতে প্রকাশ্যে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here