কম বাজেটের স্মার্টফোনের বাজারে সেরা জিয়াওমি রেডমি নোট ৩

0
288

চীনের শীর্ষস্থানীয় একটি স্মার্টফোন ব্র্যান্ড জিয়াওমি। এর আগেও বহু স্মার্টফোন, নোট কিংবা অন্যান্য প্রযুক্তি পণ্য দিয়ে মাত করে দিয়ে প্রতিষ্ঠানটি। তাদের নতুন রেডমি নোট ৩ এর ব্যতিক্রম নয় বলেই মনে করেন সি নেটের বিশেষজ্ঞ অ্যালোসিয়াস লো। আগের মডেলটি বদলে ঝকঝকে ধাতব দেহ পেয়েছে নোট ৩। একেবারে বাজেটের মধ্যে এই ফোনটি যেকোনো মানুষের কাছে দারুণ প্রিয় হয়ে উঠবে। সাধারণত কম বাজেটের ফোনের স্টোরেজ নিয়ে বেশ সমস্যা হয়ে যায়। কিন্তু এর অভ্যন্তরে আছে ৩২ জিবি স্টোরেজ। ডুয়াল সিমের মোবাইলটির মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে আরো ৩২ জিবি। এ স্মার্টফোনের গেমিং পারফরমেন্স অসাধারণ। অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ দেওয়া হয়েছে। সঙ্গে জিয়াওমির এমআইইউআই-এর মিশেল রয়েছে। ফলে অ্যান্ড্রয়েড এবং আইওএস-এর সংমিশ্রণ বলে মনে হবে। সব জিনিসেই মন্দের দিক আছে। জিয়াওমি নোট ৩-এর ক্যামেরাটি কিছুটা নিষ্প্রভ। এটা কিছুটা ধীরগতির। অটো এইচডিআর-এর অভাব রয়েছে। অর্থাৎ এটা ম্যানুয়ালি চালু করে নিতে হবে। এক্সপোজার নিয়েও কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে। ছবি কিছুটা অন্ধকার বলে মনে হবে। অবশ্য ছবি তোলার আগে এক্সপোজার সেটিং ঠিকঠাক করে নিলেই ছবি সুন্দর ও পরিষ্কার আসবে। পেছনের ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেল। আর সামনেরটি ৫ মেগাপিক্সেল। কোয়াড-কোর ১.৪ গিগাজার্হ এবং ডুয়াল-কোর ১.৮ গিগাহার্জ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫০ প্রসেসর সত্যিই ভালো কাজ দেয়। এতে গতি দেবে ৩ জিবি র‌্যাম। আর ৪০০০এমএএইচ ব্যাটারি সব সময় সব ফোনের তুলনায় দারুণ শক্তিশালী। জিয়াওমির অন্যান্য ফ্ল্যাগমিপ ফোনের চেয়ে কিছুটা ভারী মনে হবে হাতে নিলে। তবে হাতে ধরে রাখতে বেশ আরাম। সব মিলিয়ে দামের তুলনায় একে কোনভাবেই খারাপ ফোন বলতে পারবেন না। দামের বিষয় বিবেচনায় না আনলেও দারুণ একটি স্মার্টফোন। ২২০ ডলারের বাজেট ফোনের বাজারে একে সেরা বলে অনায়াসে গ্রহণ করা যায়। সূত্র : সি নেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here