আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয় : শিল্পমন্ত্রী

0
234

“আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয়। শেখ হাসিনা দেশের দক্ষিণাঞ্চলকে সিঙ্গাপুরে রূপান্তরিত করার কাজ করছেন। পদ্মা সেতুর সঙ্গে রেল সংযোগ করে দেওয়া হচ্ছে। এর ফলে দ্রুততম সময়ের মধ্যে দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যেতে পারবেন। পায়রা বন্দরের কাজ হয়ে গেলে, সেখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে।”

আজ শনিবার দুপুরে ঝালকাঠি পৌরবাসীর পক্ষ থেকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। নাগরিক সংবর্ধনার জবাবে শিল্পমন্ত্রী বলেন, “ঝালকাঠি পৌরসভাকে দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে রূপান্তরিত করেছি। ভবিষ্যতে এ পৌরসভায় আরো উন্নয়ন করা হবে।”

বিএনপি কখনো দেশের ভালো চায় না উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, “তারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। সরকার উৎখাতের জন্য একেরপর এক ষড়যন্ত্র করেও সফল হচ্ছে না তারা। পাকিস্তান যে ভাষায় কথা বলছে, বিএনপিও সেই ভাষায় কথা বলে। বিএনপি পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে।” তাদের কাছ থেকে দেশের মানুষকে দূরে থাকার পরামর্শ দেন শিল্পমন্ত্রী।

ঝালকাঠি পৌরসভার নবনির্বাচিত মেয়র লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here