ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন চেয়ারম্যান এবং সুপারনিউমারি অধ্যাপক ড. এম আনিসুর রহমান গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …রাজিউন)।
তার বয়স হয়েছিল ৭০ বছর।
মৃত্যুকালে তিনি ১ কন্যা, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সকারে মরহুমের নামাজে জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষকগণ এবং মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যগণ জানাজায় অংশগ্রহণ করেন।
পরে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
অধ্যাপক ড. আনিসুর রহমানের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবাণীতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
অধ্যাপক ড. আনিসুর রহমানের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গভীর শোক প্রকাশ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক ড. আনিসুর রহমান ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ প্রতিষ্ঠা করেন। এছাড়াও এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগ প্রতিষ্ঠায়ও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বাংলাদেশে ক্লিনিক্যাল সাইকোলজিকে একটি স্বতন্ত্র পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তার অবদান অবিস্মরণীয়।