দলের সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ : জি এম কাদের

0
412

দলের ভেতরের নানা দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ ও অভিন্ন নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) প্রাঙ্গণে চলমান দলের ৮ম জাতীয় কাউন্সিলে অংশ নিয়ে এ আহ্বান জানান সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, শুধুমাত্র লোক সমাগম ও সাংগঠনিক শক্তির পরিচয় নয়, দলের মানুষগুলোকে হতে হবে ঐক্যবদ্ধ। এর জন্য প্রয়োজন এক ও অভিন্ন নেতৃত্বের প্রতি আস্থা। সুনির্দিষ্ট লক্ষ্য ও শৃঙ্খলাবোধ। জাতীয় পার্টিকে সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। কাউন্সিলের উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, তিন বছরের জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন ও বিগত দিনের রাজনীতি পর্যালোচনা করে আগামী দিনের দিকনির্দেশনা নির্ধারণের জন্যই আজকের এ সমাবেশ। জি এম কাদের বলেন, রাজনৈতিক পরিবেশ স্বস্তিদায়ক, সুষ্ঠু ও স্থিতিশীল না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না। ফলে কর্মসংস্থানের সুযোগ ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে তুলনামূলকভাবে অপ্রতুল হয়ে আসছে। বেকার সমস্যা মহামারির ন্যায় ছড়িয়ে পড়ছে। দেশীয় সম্পদ পাচার হয়ে অন্য দেশে চলে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে উঠছে প্রতিদিন। সাধারণ মানুষ এই নিরাপত্তাহীনতা ও দুশ্চিন্তা থেকে মুক্তি চায়। তারা চায় জনস্বার্থের রাজনীতি। হঠাৎ করে অল্প দিনে এই রাজনৈতিক সংস্কৃতি সম্ভব নয়। তবে শুরু কোনো না কোনো দলকে করতে হবে। জাতীয় পার্টি এ ধরনের একটি রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যৎ দেখাবে। তৃণমূল পর্যায় থেকে কর্মী সৃষ্টি করতে হবে। তারাই হবে দলের সত্যিকার মালিক। অর্থ ব্যবহারে পদ-মনোনয়ন পাওয়া, রাজনীতিতে অর্থ-পেশি শক্তির প্রভাব, সরকারি দলের দাপট, প্রশাসনে দলীয়করণ, প্রশাসনের ক্ষমতার অপব্যবহার, দুর্নীতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থা-সব মিলিয়ে রাজনীতি বর্তমানে নৈতিকতা বিমুখ ও মানে নিম্নমুখী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here