স্পেনের রাজধানী মাদ্রিদের সিসেনা শহরে বাতিল টায়ারের স্তূপে লাগা আগুনের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গাড়ির টায়ার পোড়া বিষাক্ত গ্যাসের থেকে রক্ষা পেতে নয় হাজার মানুষকে শহরটি থেকে সরিয়ে নেয়া হয়েছে। আগুন লাগার পর অধিকাংশ মানুষ শহর ছেড়ে গেছে। স্থানীয় রিপোর্ট অনুসারে মাত্র ১ হাজার মানুষ শহরটিতে অবস্থান করছে।
বৃহস্পতিবার লাগা এই আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার ফাইটার্সদের ১০টি দল কাজ করে যাচ্ছে। হেলিকপ্টারের সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। জানা গেছে আগুনের কারণে সৃষ্ট টায়ার পোড়া বিষাক্ত ধোয়া থেকে বাঁচতে স্থানীয় স্কুলগুলো ছুটি ঘোষণা করা হয়েছে।
দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনা এড়াতে সেখানকার অধিবাসীদের সরিয়ে নেয়া হচ্ছে। সাধারণ মানুষদের বাসে করে স্থানীয় স্কুলগুলোতে নিয়ে যাওয়া হবে। অসুস্থ মানুষদের নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।