‘পাকিস্তান এখনও ঘুমিয়ে আছে’

0
232

মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতাদের মৃত্যুদণ্ডের বিষয়টি পাকিস্তান জাতিসংঘে তুলতে চাওয়ার ঘোষণা দেওয়ায়, পাকিস্তান এখনো ঘুমিয়ে আছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শুক্রবার দেশটির সিনেট অধিবেশনে বক্তৃতাকালে পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ আরও বলেন, এটা ভারত-পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় চুক্তির লঙ্ঘন। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, এ চুক্তি পাকিস্তান নিজেই পালন করেনি। কাজেই চুক্তিটি অকার্যকর বলেই মনে করেন তিনি। আজ শনিবার রাজধানীর বিলিয়া মিলনায়তনে আইন ও বিচার বিভাগের বাজেট সংক্রান্ত সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, পাকিস্তান এখনো ঘুমিয়ে আছে। ত্রিদেশীয় চুক্তির কোথাও লেখা নাই যে, আমাদের দেশের যারা মানবতাবিরোধী অপরাধ করেছেন, তাদের বিচার করা যাবে না। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। ত্রিদেশীয় চুক্তির কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করে আনিসুল হক বলেন, চুক্তিতে ছিল, আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেবে পাকিস্তান। কিন্তু এখনও ফিরিয়ে নেয়নি। ফলে ওই চুক্তি নিজেরাই লঙ্ঘন করেছে তারা। কোনো চুক্তি যদি পালন না করা হয়, তবে তা বাতিল হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here