পিন্টুর মৃত্যু ‘ক্ষমতাসীন দলের চক্রান্ত’ : রিজভী

0
405

সরকারের নানা ‘অন্যায়-অবিচারের’ বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিশোধ নেবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  শুক্রবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চকবাজার থানা ছাত্রদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘কেউ মনে করবেন না যে, আপনাদের অন্যায় অত্যাচার ও উৎপীড়নের কথা সবাই ভুলে যাচ্ছে, এগুলো লিপিবদ্ধ হচ্ছে। এসব অন্যায়-অবিচারের প্রতিশোধ হবে। কেউ রেহাই পাবেন না।’

পিন্টুর মৃত্যুকে ‘ক্ষমতাসীন দলের চক্রান্ত’ বলে মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, ‘এই সমাজ ও রাষ্ট্র পিন্টুর মতো মানুষদের মেরে ফেলেছে। এর কোনো ব্যাখ্যা ও বিশ্লেষণের প্রয়োজন নেই।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি শুধু মিলাদ-মাহফিলের মধ্যে সীমাবদ্ধ থাকেন এবং সরকারের উৎপীড়ন ও অত্যাচারকে প্রতিহত করার জন্য মনের চেতনাকে জাগ্রত না করেন, তাহলে পিন্টুর মতো আরও অনেক ভাইকে হারাতে হবে। আর আমাদেরও পরিণতি যে কী হবে, সেটা আমরা জানি না।’

রিজভী বলেন, ‘নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে চিকিৎসা না দিয়ে রাজশাহী কারাগারের মধ্যেই মেরে ফেলা হয়েছে। বিনা চিকিৎসায় তিনি মৃত্যুবরণ করেছেন। এই কাজটি যিনি বা যারা করেছেন সেই জেল সুপার ও সরকার মনে করছে, তারা আজীবনের জন্য ক্ষমতায় থাকবেন। কিন্তু এটি তাদের ভুল ধারণা।’

পিন্টুকে মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে- এমন অভিযোগ করে তিনি বলেন, ‘এর জন্য দায়ী এই সরকার ও তাদের লোকজন। আজকে বন্দুক, ক্ষমতা ও গায়ের জোরে ব্যারিস্টার তাপসরা (সংসদ সদস্য ফজলে নূর তাপস) নেতাগিরি ফলান। আর তাদের অন্যায়কে ধামাচাপা দেওয়ার জন্য বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের মিথ্যা মামলা দিয়ে পিন্টুকে গ্রেপ্তার করা হলো। কত বড় নাটক! অথচ জনগণ ভালো করেই জানে, বিডিআর বিদ্রোহে কারা জড়িত এবং সরকারের ভূমিকা কী?’

ঢাকা মহানগর ছাত্রদল দক্ষিণের সহ সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্রদলের সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান, তরিকুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here