‘জিকা ভাইরাস শনাক্ত করতে বিমানবন্দরে স্ক্রিনিং জোরদার করা হয়েছে’

0
267

সিঙ্গাপুরে বাংলাদেশিদের জিকা ভাইরাসে সংক্রমণের খবর প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলছেন, জিকা ভাইরাস শনাক্ত করতে বিমানবন্দরে স্ক্রিনিং জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার পর থেকে স্ক্রিনিং ছাড়া কেউ দেশে ঢুকতে পারবেন না। আজ বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এর আগে সিঙ্গাপুরে অন্তত ১০ বাংলাদেশির মশাবাহিত রোগে জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানায় হাই কমিশন। সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার মাহবুব উজ জামান দুপুরে বলেন, এ পর্যন্ত যাদের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে, তাদের মধ‌্যে ১০ জন বাংলাদেশি রয়েছেন বলে সিঙ্গাপুরের স্বাস্থ‌্য মন্ত্রণালয় আমাদের জানিয়েছে। এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত তারা ১১৫ জনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি পেয়েছে, যাদের বেশিরভাগই বিদেশ থেকে আসা নির্মাণ শ্রমিক। আক্রান্ত সবাই সিঙ্গাপুরের একই অঞ্চলের বাসিন্দা বা একই এলাকায় কাজ করেন। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল বলছে, সিঙ্গাপুরের জিকা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটায় শহরটিকে তারা গর্ভবতী নারীদের জন‌্য ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় যুক্ত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here