গুলশান হামলার পর ২৬ জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

0
207

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পর দেশের বিভিন্ন এলাকা থেকে ২৬ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। শুক্রবার সকালে কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের টিকিট সংগ্রহের শেষ দিনের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান। র‌্যাব মহাপরিচালক বলেন, গুলশানে জঙ্গি হামলার পর থেকে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নাগরিকদের নিরাপত্তায় সরকারের আইন প্রয়োগকারী সংস্থাগুলো ‘নিরাপত্তা ছক’ কষেছেন। এরই অংশ হিসেবে জঙ্গিবিরোধী অভিযানে র‌্যাব ২৬ জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। আর কিলিং অ্যাকশনে কিছু জঙ্গি নিহত হয়েছেন। যারা এখনও গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে রয়েছেন, তাদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। বেনজীর আহমেদ এ সময় প্রধানমন্ত্রীর আহ্বানে জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণের সোচ্চার অবস্থানকে সাধুবাদ জানান। র‌্যাবের মিডিয়া শাখার পরিচালক মুফতি মাহমুদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here