নিজের বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শিল্পা শেট্টি। বললেন, তিনি আর রাজ কুন্দ্রা ডিভোর্স করছেন না মোটেই। যা রটেছে, তার একটি কথাও সত্যি নয়। সব গুজব।
শিল্পা জানিয়েছেন, খবরটি সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর তিনি আর রাজ খুব অস্বস্তিতে পড়েছিলেন। শুধু তাঁরা নয়। তাঁদের বন্ধুরা এবং আত্মীয়রাও অস্বস্তিতে পড়েছিলেন। এমনকী, বন্ধুরা যখন পার্টি করে, তাঁদের ডাকতে ভয় পায়। তবু একজন তাঁদের ফোন করে বলেছিলেন পার্টির কথা।
শিল্পা আরও বলেছেন, আমাদের মধ্যে কেন সমস্যা হবে? আমি আমার স্বামীকে ভালোবাসি। ও আমার সোলমেট। তিনি মনে করেন, তাঁর কাউকে বিষয়টি নিয়ে কিছু জানানোর নেই। “কারণ, আমি যদি কিছু বলি, তাহলে এটা আরও বড় হয়ে যাবে।” বলেছেন শিল্পা। ঘটনাটি নিয়ে তিনি তাঁর পিআর-এর সঙ্গে কথাও বলেছেন।