শিগগিরই জঙ্গিবাদ নিশ্চিহ্ন করা হবে : মনিরুল

0
406

কিছুদিনের মধ্যেই দেশের জঙ্গিদের পুরোপুরি নিশ্চিহ্ন করা যাবে বলে মন্তব্য করেছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। আজ শনিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে জঙ্গিবাদবিরোধী সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।   মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের স্থান নেই। কিছুদিনের মধ্যে জঙ্গিবাদ পুরোপুরি নিশ্চিহ্ন করা যাবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, জঙ্গিরা ধর্মের বিকৃত ব্যাখ্যা দিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মানুষ হত্যা করছে। এটা ধর্মের রাজনৈতিক ব্যবহার, একটা ক্ষমতা দখলের চক্রান্ত। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here