মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর সঙ্গে শেষ সাক্ষাতের জন্য কাশিমপুর কারাগারে পৌঁছেছেন তার পরিবারের সদস্য ও স্বজনরা। আজ শনিবার বেলা সাড়ে ৩টার ছয়টি মাইক্রোবাসে করে মীর কাসেমের স্ত্রী, মেয়ে, পুত্রবধূসহ অন্য আত্মীয়-স্বজনরা মোট ৪৫ জন কাশিমপুর কারাগারে পৌঁছান। তবে তাদের মধ্যে কতজনকে শেষ পর্যন্ত কাসেমের সঙ্গে দেখা করার জন্য ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, তা জানা যায়নি। সব বিচারিক প্রক্রিয়ার নিষ্পত্তি হওয়ায় কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়াই ছিল জামায়াতের অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত মীর কাসেমের প্রাণ বাঁচানোর শেষ সুযোগ। তিনি সেই সুযোগ নেবেন না বলে শুক্রবার জানিয়ে দিলে কারা কর্তৃপক্ষ তার পরিবারকে শনিবার বিকাল সাড়ে ৩টায় সাক্ষাতের সময় দেয়। এরপর বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার মনিপুরের বাসা থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারের উদ্দেশে রওনা হন কাসেমের স্বজনরা।