‘৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে’

0
245

৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেছেন, গত কোরবানির ঈদে ৭২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছিলাম। এবার কোরবানি ঈদে ৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করতে সক্ষম হব, ইনশা আল্লাহ। আজ শনিবার দুপুরে রাজধানীর বংশাল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধনের সময় মেয়র সাঈদ খোকন এসব কথা বলেন। সাঈদ খোকন বলেন, নিজ আঙিনায় কোরবানি করতে পারবেন। তবে নির্ধারিত স্থানে কোরবানি করলে ইমামসহ নানা সুবিধা পাবেন।’ এ ছাড়া বিনা মূল্যে দেওয়া ব্যাগে ময়লা-আবর্জনা ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here