২০১৭ সালে জগন্নাথ হলের নির্মাণ কাজ শুরু: শিক্ষামন্ত্রী

0
224

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ঢাকার কেরানীগঞ্জে ২০১৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসিক ছাত্রাবাস নির্মাণের কাজ শুরু হবে। আজ রবিবার বেলা সোয়া ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতির নেতাদের বৈঠকে তিনি এই আশ্বাস দেন।   নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে ২৭৪ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে, যা ২০১৬-২০ সালের মধ্যে বাস্তবায়ন হবে। এ প্রকল্পের আওতায় কেরানীগঞ্জে ২৫ বিঘা জমির ওপর ১০ তলা বিশিষ্ট আবাসিক ছাত্রাবাস, শিক্ষকদের আবাসন প্রকল্প, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান ছাত্রী হোস্টেলকে ১৭ তলা ও একাডেমিক ভবনকে ২০ তলায় উন্নীত করা হবে। পরবর্তীতে ঝিলমিল ও পূর্বাচল এলাকায় নতুন জায়গা খোঁজা হবে। বৈঠকে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন ও সাধারণ সম্পাদক নূরে আলম আব্দুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here