আগামীকাল থেকে ট্রেনের ফিরতি টিকিট

0
213

ঈদ পরবর্তী ট্রেনের ফিরতি টিকিট বিক্রি আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। প্রথমে সোমবার থেকে টিকিট বিক্রির দিন নির্ধারণ করা হয়। তবে শুক্রবার বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার টিকিট বিক্রির দিন ধার্য করা হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার ১৫ সেপ্টেম্বরের ফিরতি টিকিট পাওয়া যাবে। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় এই টিকিট বিক্রি হবে। আর ৭ সেপ্টেম্বর ১৬ সেপ্টেম্বরের ফিরতি টিকিট, ৮ সেপ্টেম্বর ১৭ সেপ্টেম্বরের ফিরতি টিকিট, ৯ সেপ্টেম্বর ১৮ সেপ্টেম্বরের ফিরতি টিকিট এবং ১০ সেপ্টেম্বর পাওয়া যাবে ১৯ সেপ্টেম্বরের ফিরতি টিকিট।

এ বিষয়ে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর থেকে ট্রেনের ফিরতি টিকিট পাওয়া যাবে। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় এই টিকিট বিক্রি হবে। উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here