গুলশান থেকে অস্ত্রসহ ৩ মুখোশধারী আটক

0
404

রাজধানীর গুলশান ১ নম্বর গোল চত্বর এলাকায় অবস্থিত উদয় টাওয়ার নামে একটি ভবন থেকে অস্ত্রসহ ৩ মুখোশধারীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে তাদের আটক করা হয়। এর আগে এলজি ইলেকট্রনিক্স পণ‌্যের শো রুমে কয়েকজন তরুণ জোর করে ঢুকে পড়েছে- এমন খবর পাওয়ার পর সকাল থেকে ভবনটি ঘিরে রেখেছিল পুলিশ।

গুলশানের সহকারী কমিশনার রফিকুল ইসলাম সকালে বলেন, ওই যুবকরা ছিনতাইকারী বা চোর বলে তাঁদের সন্দেহ। প্রাথমিকভাবে জানা গেছে, পরে কয়েকজন যুবককে সেখান থেকে আটক করা হয়েছে।

গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের থানায় নিয়ে যাওয়া হচ্ছে। আটকরা ছিনতাইকারী দলের সদস্য হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here