পোশাকশিল্পের শ্রমিকদের বেতন-বোনাসের ইস্যুতে সরকার আপসহীন বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু। আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে কেয়ার বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ঈদে শ্রমিকদের বেতন-বোনাস ইস্যুতে সরকার আপসহীন। ৫ তারিখের মধ্যে বোনাস দেওয়ার কথা ছিল। আমার জানা মতে বোনাস দেওয়ার বিষয়ে তোমন কোনো সমস্যা হয়নি। বেতনের ক্ষেত্রেও সমস্যা হবে বলে মনে হয় না। সমস্যা হলে মালিকদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। শ্রম প্রতিমন্ত্রী বলেন, রানা প্লাজা ট্রাজেডির পর থেকে পোশাকশিল্পকে নানা কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। রানা প্লাজায়তো ৫টি ব্র্যান্ড অনেক দিন ধরে কাজ করেছে। তারা কি ভবনের অবস্থা দেখেনি! তারা কোনো দায় নেয়নি। একর্ড এলায়ান্সকে আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। ৩৯ শ কারখানা পরিদর্শন করে মাত্র ৪২টি কারখানা বন্ধ করা হয়েছিল। কারখানা সংস্কারের জন্য প্রচুর অর্থ প্রয়োজন। ক্রেতারা কোনো দায়তো নিচ্ছেই না বরং দাম কমিয়ে দেওয়া হয়েছে। এমনই দ্বিমুখী আচরণের শিকার হচ্ছেন উদ্যোক্তারা।