গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে রয়েছেন বিএনপি নেতা হান্নান শাহ। মঙ্গলবার সকালে অসুস্থ অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি হন তিনি। তাঁর অসুস্থতার কথা নিশ্চিত করেছেন ব্যক্তিগত কর্মকর্তা অনন্ত। তিনি বলেন, আজ সকালে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন।