বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার এতো দুর্বল হয়ে পড়েছে যে তাদের সরানোর জন্য দরকার সামান্য একটু ধাক্কা। আর এ ধাক্কাটা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলোকে দিতে হবে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল এ আলোচনা সভার আয়োজন করে। মোশাররফ হোসেন বলেন, সরকারের পাপের বোঝা এতো ভারী হয়েছে যে, সাজাপ্রাপ্ত দুই মন্ত্রীকে তারা সরাতে পারছে না। তাদের সরিয়ে দিলে কি প্রতিক্রিয়া হয় তা নিয়ে সরকার খুব ভয়ে আছে। জনরোষ এবং জনক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো সময় এই সরকার ক্ষমতা ছেড়ে পালানোর পথ খুঁজবে। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা আজিজুল বারী হেলাল, আমিনুল ইসলাম প্রমুখ।