ইথিওপিয়ায় কারাগারে আগুন : ২৩ বন্দী নিহত

0
256

আফ্রিকার দেশ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার উপকণ্ঠে অবস্থিত কিলিন্তো কারাগারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৩ বন্দী নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার এ অগ্নিকাণ্ড হয়। সোমবার এ খবর প্রকাশ করে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম। নিহত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি। তারা সরকারবিরোধী বিক্ষোভকারী ছিল বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় কিছু গণমাধ্যম দাবি করে, কারারক্ষীদের গুলিতে বন্দীদের মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বন্দীদের ২১ জন দম বন্ধ হয়ে নিহত হয়। পালানোর সময় বাকি দুজন নিহত হয়। টেলিভিশনে প্রচারিত ফুটেজ ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে প্রকাশিত পোস্টে দেখা যায়, কারাগার ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। ২০১৫ সালের নভেম্বর থেকে ইথিওপিয়ার সবচেয়ে বড় নৃগোষ্ঠী ওরোমোর সমর্থকরা সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে। সেই বিক্ষোভকারীদের অনেককে কিলিন্তো কারাগারে বন্দী রাখা হয়েছে বলে জানিয়েছে বিরোধী দল সমর্থক বিভিন্ন গণমাধ্যম। ধারণা করা হচ্ছে, শনিবারের অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের মধ্যে ওরোমো জনগোষ্ঠীর বিক্ষোভকারীরা থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here