আত্মপ্রকাশেই মন জয় করল রণবীরের গান (ভিডিও)

0
206

টিজারে মনে হয়েছিল পরিচালক করণ জোহরের আগামী ছবি “অ্যায় দিল হ্যায় মুশকিল” মনে হয় এক তরফা সম্পর্কের কোন গল্প। যেখানে সম্পর্কের জটিলতার বাইরে গিয়েও মানুষকে গ্রাস করে একাকীত্ব। যেখানে সম্পর্কের শেষেও থেকে যায় এক তরফা ভালবাসা। কিন্তু সদ্য মুক্তি পেল “অ্যায় দিল হ্যায় মুশকিল”-এর প্রথম গান। প্রীতমের সুরে অরিজিৎ সিংয়ের গাওয়া এই গানটির মধ্যে সুর এবং রোম্যান্সের মিশেল যেমন আছে ঠিক তেমনভাবেই গানটির দৃশ্যায়ন মনে করিয়ে দিল করণ জোহরের পরিচালিত ছবি “কভি আলবিদা না কহেনা”-র গল্প। সেই সম্পর্কের টানাপোড়েন, সেই সম্পর্কের বাইরে গিয়ে পরকীয়ায় জড়িয়ে গিয়ে হৃদয় ভাঙার গল্প। যদিও “কভি আলবিদা না কহেনা” ছবিতে শেষটায় ভালবাসা সবরকম জটিলতাকে হারিয়ে জিতে গিয়েছিল। কিন্তু রণবীর, ঐশ্বরিয়া, অনুষ্কা এবং ফাওয়াদ খান অভিনীত এই ছবির প্রথম গানটি শেষ অবধি সেই একাকীত্বের সুর মনে রেখেই শেষ হয়। তবে কি করণের নতুন ছবিতে ভালবাসা পরিণতি পাবে না? দেখুন সেই গান:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here