ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ১৩ আল-কায়েদা যোদ্ধা নিহত

0
220

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি)’র ১৩ যোদ্ধা নিহত হয়েছে।
মার্কিন কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনের মধ্যাঞ্চলীয় শাবওয়াহ্ এলাকায় ২৪ আগস্ট ও ৪ সেপ্টেম্বরের মধ্যে ৩টি বিমান হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে কিভাবে এই হামলাগুলো চালানো হয়েছে তা জানানো হয়নি। নিহতদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।
একিউএপি সদস্যরা ইয়েমেনের গৃহযুদ্ধের সুযোগে দেশটির বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে।
যুক্তরাষ্ট্র জঙ্গি গোষ্ঠীটিকে ওই অঞ্চলসহ গোটা বিশ্বের জন্যই বড় ধরনের হুমকি মনে করে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ‘ইয়েমেনে আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলার বিরুদ্ধে এই হামলা সন্ত্রাসী এই নেটওয়ার্কটিকে বিরামহীনভাবে চাপের ওপর রেখেছে এবং এর ফলে তারা যুক্তরাষ্ট্র, মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে হামলা চালাতে বা হামলার ষড়যন্ত্র করতে ব্যর্থ হচ্ছে।’
ইয়েমেনে সৌদি সমর্থিত সরকার ও বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে।
জাতিসংঘ জানিয়েছে, দেশটির এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত ৬ হাজার ৬শ’ লোক প্রাণ হারিয়েছে এবং ২৫ লাখ লোক গৃহহীন হয়ে অন্যত্র পালিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here