আটক তিন নারী জঙ্গির একজন মেজর জাহিদের স্ত্রী শিলা হতে পারে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেছেন, রূপনগরের ঘটনার পর জাহিদের পরিবার আজিমপুর এলাকায় আত্মগোপন করেছিল বলে আমরা খবর পাচ্ছিলাম। সেই তথ্যের ভিত্তিতে আজকে এই অভিযান চালানো হয়। আহত নারীদের মধ্যে জাহিদের স্ত্রী থাকতে পারে। আজ শনিবার রাতে আজিমপুরে পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আইজিপি সাংবাদিকদের এ কথা জানান। ওই বাসা থেকে দুটি মেয়ে ও একটি ছেলে শিশুকে উদ্ধার করে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে জাহিদের সন্তানরা থাকতে পারে বলেও ধারণা আইজিপির। আইজিপি শহীদুল হক বলেন, আজ গোলাগুলিতে নিহত জঙ্গির নাম জুলহাস করিম হতে পারে। এই করিম গুলশানের হলি আর্টিজানে হামলাকারী জঙ্গিদের বাড়ি ভাড়া করে দিয়েছিলেন। আজিমপুরের বর্তমানে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিটের দল উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করছে।