ধোনির পাশে দাঁড়ালেন রাজপুত

0
253

আইপিএলে রান পাচ্ছেন না মহেন্দ্র সিং ধোনি। চারিদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। রাইজিং পুণে সুপারজায়ান্ট মালিক সঞ্জীব গোয়েঙ্কার ভাই হর্ষ গোয়েঙ্কাও কিছুদিন আগে ধোনির সমালোচনা করেছিলেন। প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন পুণের নতুন অধিনায়ক স্টিভ স্মিথকে। এরপর মাহির সমর্থনে মুখ খোলেন তাঁর স্ত্রী সাক্ষী। এবার ধোনির পাশে দাঁড়ালেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ‘‌ধোনি দ্য আনটোল্ড স্টোরি’‌ ছবিতে ধোনির চরিত্রে অভিনয় করা সুশান্ত বলেছেন, ‘‌ধোনি রান পাচ্ছে না। তাই চারিদিক থেকে ওঁর সমালোচনা হচ্ছে। ব্যাট হাতেই যাবতীয় সমালোচনার জবাব দেবে মাহি।’‌
এটা ঘটনা যে আইপিএলের দশম সংস্করণে চারটি ম্যাচ খেলে ফেলেছে পুণে। একটি ম্যাচেও রান পাননি মাহি। রবিবার আবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ। যা ধোনির কাছে অগ্নিপরীক্ষা হতে চলেছে। কারণ আইপিএলের আগেই পুণের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল মাহিকে। ব্যাটে যদি রানের খরা চলতে থাকে তাহলে একদিন প্রথম একাদশ থেকেই না বাদ পড়তে হয় ধোনিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here