সঞ্জয় দত্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

0
226

সঞ্জয় দত্তের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মুম্বাইয়ের একটি আদালত। প্রযোজক শাকিল নুরানি তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু অভিনেতা শুনানির দিন আদালতে উপস্থিত হননি। সেই কারণেই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

চার বছর আগে অভিযোগ দায়ের করেছিলেন নুরানি। তাঁর অভিযোগ, সঞ্জয়ের বিরুদ্ধে তিনি একটি অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু তারপর থেকে সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য তাঁর কাছে হুমকি ফোন আসতে থাকে। সঞ্জয়ের হয়ে আন্ডারওয়ার্ল্ড থেকে তাঁর কাছে ফোন আসত বলে অভিযোগ। তাঁর ছবি জান কি বাজিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন বলে কথা দিয়েছিলেন সঞ্জয় দত্ত। টাকাও নিয়ে নিয়েছিলেন। কিন্তু তিনি কথা রাখেননি। এরপর ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসরস অ্যাসোসিয়েশনের (IMPPA) কাছে নুরানি আবেদন করেন, তাঁকে যেন টাকা ফেরত দেওয়া হয়। নুরানিকে টাকা ফেরত দেওয়ার জন্য সঞ্জয় দত্তকে নির্দেশ দেয় IMPPA। কিন্তু, সঞ্জয় দত্ত টাকা ফেরত দেননি। IMPPA-র নির্দেশ মেনে সঞ্জয় দত্ত যেন তাঁকে টাকা ফেরত দেন, সেই আবেদন জানিয়ে বম্বে হাইকোর্টে আবেদন করেন নুরানি।

এরইমধ্যে তাঁকে ফোন করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর সঞ্জয়ের বিরুদ্ধে আদালতে যান নুরানি। সেই মামলায় ৭ ফেব্রুয়ারি সঞ্জয়ের আদালতে উপস্থিত হওয়ার শেষ দিন ছিল। কিন্তু তিনি আদালতে যাননি। সেই কারণে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এবার যদি তাঁকে গ্রেপ্তারি এড়াতে হয়, তাহলে আদালতে উপস্থিত হতে হবে। সঞ্জয়ের মুখপাত্র জানিয়েছে, মামলাটি অনেকদিন ধরে চলছে। আইনজীবীদের সঙ্গে তাঁদের যোগাযোগের অভাবে এমন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here