ধান-চাল সংগ্রহের অভিযান সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখা হবে : খাদ্যমন্ত্রী

0
210

বোরো মৌসুমে সরকারের ধান-চাল সংগ্রহের অভিযান সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে সভায় খাদ্য মন্ত্রণালয়ের সচিব কায়কোবাদ হোসেন, খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. বদরুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

কামরুল ইসলাম বলেন, আমরা প্রান্তিক কৃষকদের থেকে ধান কিনতে চাই। চব্বিশ টাকা ধানের দাম ধরা হয়েছে। কৃষকদের প্রণোদনা দেওয়ার জন্যই আমাদের এই পদক্ষেপ। মধ্যে স্বত্তভোগীরা এসে আমাদের এই উদ্দেশ্য ব্যহত করবে এটা আমরা হতে দেবো না। এবার আমরা আরো কঠিন ভাবে সব কিছু পর্যবেক্ষণ করবো। ’

খাদ্যমন্ত্রী বলেন, মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে কৃষকদের সরাসরি মূল্য পরিশোধের মাধ্যমে এবার খাদ্যশস্য সংগ্রহ করা হবে। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত কোনো কর্মকর্তা দুর্নীতি করলে ও অভিযানে কেউ কোনো ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাংলাদেশে খাদ্য ঘাটতি ছিল। কিন্তু বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে আমরা বিদেশে চাল রপ্তানি করছি। ভূমিকম্পের সময় আমরা জাপানকে ১০ লাখ মেট্রিক টন চাল সহযোগিতা দিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here