জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। সমাবর্তনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমাবর্তনে এক হাজার ৩৯৯ জন গ্র্যাজুয়েট অংশগ্রহণ করবেন। এ ছাড়া এতে ২৯ শিক্ষার্থীকে ৩২টি স্বর্ণপদক দেওয়া হবে। সমাবর্তনের শুরুতে স্বাগত বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। তারপর রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক সনদপত্র ও স্বর্ণপদক প্রদান করা হবে। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন ইমেরিটাস প্রফেসর ড. রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইউজিস’র চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন সুষ্ঠুভাবে পালনের জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ১০ বছরের মধ্যে প্রথম সমাবর্তন করতে গেয়ে নিজেই আনন্দিত, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিটাই থাকে এ সমাবর্তকে ঘিরে। সমাবর্তনের ধারাবাহিকতা রক্ষা করা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে ভিসি বলেন, যেহেতু এটা প্রথম সমাবর্তন, অনেক কিছুই প্রথম, আশা করছি এর ধারাবহিকতা রক্ষা করা হবে। ”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. জাহিদুল কবীর বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনকে কেন্দ্র করে আমরা সব ধরনের প্রস্তুতি শেষ করেছি এবং বিশ্ববিদ্যালয়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ”
সমাবর্তন অনুষ্ঠানটি হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসংলগ্ন পুরাতন খেলার মাঠে। ইতিমধ্যে শেষ হয়েছে স্টেজ ও প্যান্ডেল তৈরি এবং দুটি হেলিপ্যাড নির্মাণের কাজও। কেন্দ্রীয় খেলার মাঠে হেলিপ্যাডেই রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করবে বলে জানা গেছে। এদিকে, রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম হিমেল বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ক্যাম্পাসে থাকতেই আমরা সমাবর্তন পাচ্ছি- এটা যেন বিশ্ববিদ্যালয় জীবনের সেরা প্রাপ্তি । আমরা সত্যিই অনেক গর্বিত। ”
উল্লেখ্য, ২০০৬ সালের ৯ মে, কবি নজরুলের স্মৃতিবিজড়িত ময়মনসিংহ শহরের অদূরে ত্রিশালে প্রতিষ্ঠা করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১১ বছরে আগামীকাল ১৯ এপ্রিল, ২০১৭ প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে।