রাজধানীর ফার্মগেটে কোচিং সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানার ও সাইনবোর্ড উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ফার্মগেট গ্রীন রোডে রাস্তার দুই পাশের ব্যানার ও সাইনবোর্ড উচ্ছেদ শুরু হয়।
উচ্ছেদে অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমান।
গণমাধ্যমকে তিনি বলেন, এর আগেও ডিএনসিসি’র পক্ষ থেকে এসব ব্যানার ও সাইনবোর্ড তুলে নেওয়ার জন্য স্ব স্ব প্রতিষ্ঠানকে নিদের্শ দেওয়া হয়েছিলো। যে সব প্রতিষ্ঠান এ নিদের্শনা পালন করেনি, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।