আজ শাকিব খান ও অপু বিশ্বাসের নবম বিয়েবার্ষিকী। ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে হয় তাদের। নানা ঘটনার কারণে তাদের এবারের বিয়েবার্ষিকী নিয়ে রয়েছে পাঠকদের মনে নানা কৌতুহল। কারণ এতদিন তাদের বিয়ের ব্যাপারে কিছুই জানা যায়নি। সম্প্রতি এক ঘটনায় অপু বিশ্বাস জানান, তিনি শাকিবের স্ত্রী। ৯ বছর আগে তাদের বিয়ে হয়েছে। আর আব্রাহাম খান জয় তাদের সন্তান। পরে বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে সব কিছু মেনে নেন শাকিব খান।
শাকিব আর অপুর বিয়ে কীভাবে হয়েছিল? আর তাদের সম্পর্কটা কবে থেকে?
চলচ্চিত্রের এই দুই শীর্ষ তারকার বন্ধুর কাছ থেকে বেরিয়ে এসেছে বিয়ের ঘটনা। তিনি প্রযোজনা ব্যবস্থাপক মামুনুজ্জামান মামুন।
সংবাদ মাধ্যমকে তিনি জানান, বিয়ের আগের দিন অপুর জন্য শাকিব একটি হীরার সেট আর একটি লেহেঙ্গা কিনেছিলেন। গুলশানে শাকিবের বাসায় বিয়ের ব্যবস্থা করা হয়। তাদের বিয়েটা হয়েছিল আসরের নামাজের ঠিক আগে। বিয়েতে উপস্থিত ছিলেন অপু ও তাঁর বোন লতা। অপুর উকিল বাবা হিসেবে কাবিননামায় স্বাক্ষর করেন মামুনুজ্জামান মামুন। অপুর পক্ষে স্বাক্ষর করেন লতা, আর শাকিবের চাচাতো ভাই মনির স্বাক্ষর করেন তাঁর পক্ষে। বিয়ের দেনমোহর ছিল বড় অংকের। বিয়ের ঘণ্টা দুয়েক পর অপু ও লতা তাঁদের বাসায় চলে যান।
শাকিব আর অপুর বিয়ের জন্য কাজি আনা হয় ফরিদপুর থেকে। কাজির নাম মজিবুর রহমান।
বিয়েতে দুই পরিবারের তেমন কেউ উপস্থিত না থাকলেও ওই দিন রাতেই সবাই তা জেনে যান। শাকিব আর অপুর বাবা-মা বিষয়টি মানতে চাননি। মাস তিনেক পর মামুনুজ্জামান মামুনের মধ্যস্থতায় সব কিছু স্বাভাবিক হয়।
এরপর অপু শাকিবের বাসায় আসা-যাওয়া শুরু করেন। শুটিং না থাকলে অপু সন্তানসম্ভবা হওয়ার আগ পর্যন্ত শাকিবের বাসায় নিয়মিত থাকতেন। অন্যদিকে শাকিবও অপুর বাসায় যাওয়া-আসা করতেন।
শাকিব–অপুর বিয়ে তো হলো। তাদের প্রেমের শুরুটা কবে থেকে? জানা গেল, শাকিব আর অপুর মাঝে যখন সম্পর্ক তৈরি হয়, তখন তারা ডিপজল প্রযোজিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে কাজ করছিলেন। ‘চাচ্চু’ ছবিতে শুটিংয়ের সময় সিদ্ধান্ত হয়, অপু আর অভিনয় করবেন না। ভারতে যাবেন, সেখানে গিয়ে পড়া শেষ করবেন। তারপর দুজনের বিয়ে হবে। অপু ভারতে চলে যান।
এদিকে নায়করাজ রাজ্জাক ছবি তৈরি করবেন। সম্রাটের বিপরীতে অভিনয়ের জন্য অপুকে পছন্দ করেন তিনি। ভারত থেকে চলে আসেন অপু।
পড়া শেষ না করে অপুর এভাবে চলে আসাকে ভালো ভাবে নিতে পারেনি শাকিব। অপুর ওপর তার অভিমান হয়। অপুর সঙ্গে কথা বন্ধ করে দেন। এরপর শাহিন-সুমনের ‘এক বুক জ্বালা’ ছবিতে শুভেচ্ছার সঙ্গে জুটি করেন শাকিব। এদিকে শাকিব আর অপুকে নিয়ে ছবি বানাতে চান তাপসী ঠাকুর। ছবির নাম ‘মনে প্রাণে আছো তুমি’। এই ছবির শুটিংয়ে সময় তাদের মান-অভিমান ভেঙে যায়। তখনই শাকিব-অপু বিয়ের সিদ্ধান্ত নেন।
সংবাদ মাধ্যমকে প্রযোজনা ব্যবস্থাপক মামুনুজ্জামান মামুন বলেন, ‘মিরপুর শাহ আলী মাজার রোডের একটি বাসায় থাকতেন অপু। তখন তাদের কথা ছিল, বিয়ের সংবাদ গোপন থাকবে। একসময় বড় অনুষ্ঠান করে সবাইকে জানানো হবে। বিয়ের পুরো বিষয়টি জানতেন অপুর মেজ বোন লতা আর শাকিবের চাচাতো ভাই মনির। ‘
আজ শাকিব খান আছেন পাবনায়, রংবাজ ছবির শুটিং করছেন। আর ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে অপু আছেন ঢাকার বাসায়।