খাগড়াছড়িতে বাঙালি ছাত্র পরিষদের সকাল-সন্ধ্যা হরতাল চলছে

0
400

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের একাংশের ডাকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল এবং সমঅধিকার আন্দোলনের আহ্বানে সড়ক অবরোধ চলছে। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের কর্তৃক অব্যাহতভাবে চাঁদাবাজি, খুন, অপহরণ এবং মহালছড়িতে মোটরসাইকেল চালক ছাদেকুল হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও অবৈধ অস্ত্র উদ্বারের দাবিতে এই কর্মসূচি আহ্বান করা হয়।

হরতাল অবরোধের কারণে খাগড়াছড়ির সব সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ছেড়ে যায়নি দূরপাল্লার গাড়িও। এখনো পর্যন্ত শহরের দোকানপাট খোলেনি। তবে হরতাল আহ্বানকারীদের মাঠে দেখা যায়নি।

এদিকে অনুরূপ দাবি জানিয়ে আজ শহরের শাপলা চত্বরে সমাবেশ ডাকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের অপর অংশ এবং সমঅধিকার আন্দোলন। একই স্থানে দুটি সংগঠনের সমাবেশ আহবানের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন কাউকেই অনুমতি দেয়নি।

বাঙালিদের পৃথক তিনটি সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here