সিন্ডিকেট সদস্য হলেন এমপি সালাম মূর্শেদী ও আক্তারুজ্জামান বাবু

0
111

দীর্ঘদিন পর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিট সদস্য পদে সরকারদলীয় দুইজন সংসদ সদস্যকে মনোনয়ন দিলেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এঁরা হলেন খুলনা-৪ আসনের আব্দুস সালাম মূর্শেদী ও খুলনা-৬ আসনের মো. আক্তারুজ্জামান বাবু।

গতকাল বৃহস্পতিবার (২১ মে) জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ খালেদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি), মনোনীত দুইজন সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

আইন অনুযায়ী দুই সংসদ সদস্যকে মনোনয়নের জন্য ভিসির পক্ষ থেকে ২০১৯ সালের জানুয়ারি মাসে স্পিকার বরাবর চিঠি পাঠানো হয়। আইনে বিশ্ববিদ্যালয়ের ভিসির নেতৃত্বে ২৪ সদস্যের সিন্ডিকেট গঠনের বিধান রয়েছে। সেখানে স্পিকার মনোনীত দুইজন সংসদ সদস্য রাখার কথা বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, খুলনার জনগণের দাবির পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে জাতীয় সংসদে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। এরপর ২০১৮ সালের সেপ্টেম্বরে উপাচার্য হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শহীদুর রহমান খানকে নিয়োগের মধ্য দিয়ে মূলত  বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়। বর্তমানে সেখানে শিক্ষার্থীর সংখ্যা ২২১ জন। এ পর্যন্ত ৭৫ জন শিক্ষক, ২৩ জন কর্মকর্তা, ৭৪ জন কর্মচারীসহ মোট ১৭২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে মোট অনুমোদিত পদ ৪৩৩টি।

এদিকে, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। বিশ্ববিদ্যালয়টি এলাকায় শিক্ষা বিস্তারের পাশাপাশি কৃষি  উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here