বৃষ্টির দিনে নিরাপদে থাকতে কী করবেন

0
26

দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’-এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো বাতাসের সঙ্গে প্রবল বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতিতে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, জেনে নিন।

  • যদি বাড়ির বাইরে থাকেন, তাহলে নিরাপদ কোনো জায়গায় থাকা প্রয়োজন এই সময়ে। রাস্তায় কিংবা খোলা কোনো স্থানে থাকবেন না। বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি শুরু হলে দ্রুত কাছাকাছি কোনো নিরাপদ জায়গায় চলে যান।
  • এই সময়ে মহাসড়কে গাড়ি চালানো একেবারেই উচিত নয়। প্রবল বৃষ্টির মধ্যে দুর্ঘটনা এড়াতে রাস্তার ধারে নিরাপদ জায়গা দেখে গাড়ি থামিয়ে দিন। এবং গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখুন।
  • রাস্তায় খোলা তার দেখতে পেলে ভুলেও হাত দেবেন না। দ্রুত স্থানীয় প্রশাসনকে খবর দিন। এবং প্রবল বৃষ্টির মধ্যে রাস্তা পারাপার হবেন না।
  • বাচ্চাদের বাড়ির ভেতরে রাখুন। কোনোভাবেই যেন তারা বাড়ির বাইরে যেতে না পারে সেদিকে নজর দিন।

heavy rainপ্রবল বৃষ্টির মধ্যে রাস্তার ধারে নিরাপদ জায়গা দেখে গাড়ি থামিয়ে দিন। এবং গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখুন

  • প্রবল বৃষ্টিতে গাছের নিচে দাঁড়ানো একেবারেই নিরাপদ নয়। কারণ দমকা বা ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে বিপদ ঘটতে পারে।
  • সম্ভব হলে হাতের কাছে ফার্স্ট এইড বক্স রাখুন। টর্চ, চার্জার লাইট কিংবা বিকল্প কোনো আলোর ব্যবস্থা করে রাখুন। প্রবল বৃষ্টিতে যেকোনো সময় বিদ্যুৎ বিপর্যয় ঘটতে পারে।
  • মোবাইলে যথেষ্ট পরিমাণে চার্জ দিয়ে রাখুন। যাতে প্রয়োজনে যখনতখন কারও সঙ্গে যোগাযোগ করতে পারেন।
  • বাড়ির বাইরে থাকলে খুব বেশি প্রয়োজন না হলে মোবাইলে কথা বলার চেষ্টা করবেন না। মোবাইল ফোন থেকে বিদ্যুৎপৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here