চলে গেলেন বরিশাল সিটির সাবেক মেয়র কামাল

0
10

চলে গেলেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামাল। শনিবার দিবাগত রাত ১১টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

আহসান হাবিব কামাল বিভিন্ন রোগে ভুগছিলেন বলে জানা গেছে। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

২০০২ সালের ২৫ জুলাই বরিশাল পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হলে মনোনীত মেয়রের দায়িত্ব পান তিনি।  সিটি করপোরেশনের তৃতীয় পরিষদে ২০১৩ সালের ৮ অক্টোবর বিএনপির মনোনয়নে মেয়র নির্বাচিত হন কামাল।

সিটি করপোরেশন হওয়ার আগে আহসান হাবিব কামাল বরিশাল পৌরসভার চেয়ারম্যান এবং এর আগে পৌরসভার একটি ইউনিয়নের কমিশনার ছিলেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শহর বিএনপি’র সভাপতি এবং জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিএনপি’র কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন আহসান হাবিব কামাল। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আজ বাদ জোহর নগরীর জিলা স্কুল মাঠে নামাজে জানাজা শেষে তার মরদেহ মুসলিম গোরস্থানে দাফন করার কথা জানিয়েছেন কামালের একমাত্র ছেলে কামরুল আহসান রূপন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here