ছবিতে ভারত-নিউজিল্যান্ডকে এগিয়ে রাখল আইসিসি!

0
22

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু হবে আগামীকাল বুধবার। প্রথম সেমিতে পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। আর দ্বিতীয় সেমিতে ভারতে প্রতিপক্ষ ইংল্যান্ড।

সেমির মহারণের আগেই শিরোপা দৌঁড়ে থাকা চার দলের অধিনায়কদের একটি ছবি প্রকাশ করেছে আইসিসি।

‘আইসিসি টি২০ ওয়ার্ল্ড কাপ’ নামের ভেরিফায়েড পেজ থেকে পোস্ট করা সেই ছবিতে দেখা যায় কাপের দিকে হেঁটে আসছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন আর সমান দূরত্বে হাসিমুখে দাঁড়িয়ে ভারতের রোহিত শর্মা।

তাদের পেছনে দাঁড়ানো ইংলিশ ক্যাপ্টেন জস বাটলার হাসিমুখে আর তার থেকে আরেকটু দূরে খানিকটা গম্ভীর ভঙ্গিতে পাকিস্তানের কাপ্তান বাবর আজম। হয়তো এই ছবিতে আইসিসি বোঝাতে চেয়েছে  গ্রুপ-১ টপার হওয়া নিউজিল্যান্ড শক্তির বিচারে এগিয়ে। আর বি-গ্রুপে ভারতের অবস্থান ভালোই ছিল বলা যায়। আর তারপরে পারফর্ম্যান্সে এগিয়ে ইংল্যান্ড। সবশেষে পাকিস্তান টেনেটুনে পাস করেছে। সেই বিচারে ছবিতেও পাকিস্তান অনেকটা পিছিয়ে।

এবার দেখা যাক মাঠের খেলায় ছবিটার শেষ পর্যন্ত কোন রূপ দাঁড়ায়, কার হাতে ওঠে বিশ্বকাপ? সূত্র: আইসিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here