বন্ধকি জমি বিক্রি করে জালিয়াতির সুযোগ থাকছে না

0
21

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, বন্ধক রাখা (মর্টগেজড) জমি একাধিকবার বন্ধক, কেনা-বেচা বা নামজারি সংশ্লিষ্ট জালিয়াতি রোধে এ মাসেই চালু করা হচ্ছে মর্টগেজ ডেটা ব্যাংক। ফলে এসংক্রান্ত জালিয়াতি ও প্রতারণার সুযোগ আর থাকছে না।

গতকাল সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভূমি মন্ত্রণালয় ও ভূমি সম্পর্কিত বিভাগীয় কমিশনার সমন্বয়সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ভূমিসচিব মো. মোস্তাফিজুর রহমান।

ভূমিমন্ত্রী বলেন, মর্টগেজ ডাটা ব্যাংকের মাধ্যমে ব্যাংক, সাবরেজিস্ট্রি অফিস, ভূমি অফিস বা নাগরিকদের জমির বন্ধকসংক্রান্ত তথ্য অনলাইনে যাচাই করার সুযোগ দেওয়া হবে; যাতে বন্ধক রাখা জমি নতুন করে বন্ধক, কেনা-বেচা বা নামজারির সুযোগ না থাকে। পাশাপাশি অর্থ ঋণ আদালতের রায়ের ভিত্তিতে নামজারি সহজীকরণে বন্ধকী ডাটাবেইসকে ব্যবহার করা যাবে। এতে ব্যাংকের ঋণ ব্যবস্থাপনার জন্য তথ্য সংগ্রহ সহজতর হবে এবং ঝুঁকি হ্রাস পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here