অস্কারের সেরা গান: ‘আরআরআর’এর নাটু নাটু

0
14

গোল্ডেন গ্লোবের পর এবার অস্কারে সেরা গানের পুরস্কার জয় করলো দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’ এর আলোচিত গান নাটু নাটু।

বাংলাদেশ সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়।
এছাড়াও এভরিথিং এভরিহয়্যার অল আর্ট চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার পান ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট।

এদিকে গত বছর মুক্তির পর এস এস রাজামৌলির সিনেমাটি বিশ্বজুড়ে আলোড়ন তোলে। এ আলোড়নের অন্যতম কারণ এই নাটু নাটু গান। এর আগে ২০০৯ সালে স্লামডগ মিলিয়েনার সিনেমার এ আর রাহমানের ‘জয় হো’ গান সেরার পুরস্কার পেয়েছিল।

এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। গানের তালে পারফর্ম করেন সিনেমাটির দুই তারকা এন টি আর জুনিয়র ও রাম চরণ। অস্কারের মঞ্চেও গানটি পরিবেশন করেছেন সিপলিগুঞ্জ ও কলা ভৈরব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here