কীর্তি সুরেশ ১৩০ স্বর্ণমুদ্রা দিলেন শুটিং কর্মীদের

0
6

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ রূপ আর অভিনয়ের গুণে দর্শকের মন জিতে নিয়েছিলেন আনেক আগেই।

এবার মুগ্ধ করলেন উদারতায়। শুটিং ইউনিটের সদস্যদের ১৩০াট স্বর্ণের মুদ্রা উপহার দিয়েছেন তিনি।

অভিনেত্রী কীর্তি সুরেশ তার নতুন সিনেমা ‘দাসারা’র শেষ দিনের শুটিংয়ে তিনি ইউনিটের সদস্যদের স্বর্ণমুদ্রা উপহার দেন।

এগুলোর প্রত্যেকটি ওজন ১০ গ্রাম করে। ফলে একেকটি কয়েনের দাম পড়েছে ৫০ থেকে ৫৫ হাজার রুপি। সবমিলিয়ে প্রায় ৭৫ লাখ টাকার স্বর্ণমুদ্রা উপহার দিয়েছেন অভিনেত্রী।

শুটিংয়ের শেষ কীর্তি সুরেশ অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি শুটিংয়ের সবাইকে কিছু দিতে চাইছিলেন, যারা তার জীবনের সেরা ছবিটি বানিয়েছে।’

তেলুগু ভাষায় নির্মিত ‘দাসারা’ সিনেমার গল্প অ্যাকশন-আডভেঞ্চার ধাঁচের। এটি নির্মাণ করেছেন দেবুতন্ত শ্রীকান্ত ওড়েলা। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নানি ও কীর্তি সুরেশ।

তেলেঙ্গানার সিঙ্গারেনি কয়লা খনিতে হয়েছে সিনেমাটির শুটিং। আগামী ৩০ মার্চ তেলুগুর পাশাপাশি হিন্দি, তামিল, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে এটি।

এদিকে কীর্তি সুরেশের হাতে তেলুগু ভাষায় ‘ভোলা শঙ্কর’, তামিলে ‘মামান্নান’, ‘সিরেন’, ‘রঘু ঠঠা’ ইত্যাদি ছবির কাজ রয়েছে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভাশি’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here