সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১২ বাংলাদেশির মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক

0
18

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১২ জন বাংলাদেশির মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ গভীর শোক প্রকাশ করেছেন।

বুধবার এক শোকবার্তায় নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

মন্ত্রী বলেন, সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবের আসির প্রদেশে অভিবাসী ওমরাহ যাত্রী বহনকারী একটি বাস উল্টে আগুন ধরে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) আরিফুজ্জামানসহ দুই জন কর্মকর্তা ঘটনাস্থলে যান।

ইমরান আহমদ বলেন, সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট এবং শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তারা দুর্ঘটনার খবর পাওয়া পর থেকেই সার্বক্ষণিক সহযোগিতা করছেন। নিহতদের পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি বিধি অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হবে।

কনস্যুলেট সূত্রে জানা যায়, দুর্ঘটনার শিকার বাসটিতে ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৫ জনই বাংলাদেশি অভিবাসীকর্মী। দুর্ঘটনায় ২৪ যাত্রী নিহত হন। আহত হন ২৯ জন। নিহতদের মধ্যে ১২ জন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। দূতাবাসের পক্ষ থেকে আহত ১৮ জনের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here