বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ফিলিপাইনের আরসিবিসির ম্যানেজারের সাজা বহাল

0
12

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ পাচারের অপরাধে দণ্ডপ্রাপ্ত ফিলিপাইনের রিজল কমার্সিয়াল ব্যাংক করপোরেশনের (আরসিবিসি) সাবেক ব্যবস্থাপক মাইয়া দেগুইতোর সাজা বাতিলের আপিল আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের সুইফট পেমেন্ট সিস্টেমে ঢুকে সাইবার অপরাধীরা নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে। ওই অর্থ আরসিবিসি’র ম্যানিলা শাখায় স্থানান্তর করা হয়। ওই সময় মাইয়া দেগুইতো আরসিবিসির ম্যানিলা শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় দেগুইতোর বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয় এবং ২০১৯ সালে ফিলিপাইনের একটি আদালত প্রতিটি অভিযোগে তাকে ৪ থেকে ৭ বছরের কারাদণ্ড দেয়।

আপিল আদালত বলেছে, ২০১৯ সালের ১০ জানুয়ারি মাকাটি সিটি আঞ্চলিক বিচার আদালত শাখার রায়ের বিরুদ্ধে করা আপিলটি খারিজ করা হয়েছে।

আপিল আদালতের সিদ্ধান্তটি গত ৬ ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল। বুধবার এটি আদালতের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নিম্ন আদালতের রায়ের উল্লেখ করে আপিল আদালত বলেছে, কোনও সন্দেহ নেই যে, প্রসিকিউশন দেগুইতোর বিরুদ্ধে আটটি অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। তাই আপিলের বিষয় নিয়ে আরও আলোচনা করার প্রয়োজন নেই। সূত্র: এবিএস-সিবিএন, সিএনএন ফিলিপাইনস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here