ডেঙ্গু হলেও রিপোর্ট নেগেটিভ আসার কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

0
4

এ বছর ডেঙ্গু পরীক্ষায় অনেকেই ডেঙ্গু নেগেটিভ বা আক্রান্ত নন বলে শনাক্ত হচ্ছেন। আর সেটা ধরে নিয়েই রোগী নির্বিকার থাকছেন।

ডেঙ্গুর সব উপসর্গ থাকার পরেও পরীক্ষায় ধরা না পড়ায় অনেক রোগীকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে শরীরের ভেতরে সব অঙ্গ-প্রত্যঙ্গ খারাপ হয়ে যাচ্ছে। শেষ সময়ে যখন হাসপাতালে আসতে হচ্ছে তখন আর চিকিৎসকদের কিছু করার থাকছে না।

ডেঙ্গুর রিপোর্ট নেগেটিভ আসার কারণ উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ রবিবার দুপুরে নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে বিষয়টি উল্লেখ করেন মন্ত্রী।

পোস্টে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সঠিক সময়ে ডেঙ্গু পরীক্ষা না করায় ডেঙ্গুর নেগেটিভ রেজাল্টের সংখ্যা বাড়ছে। আর এই ভুল রিপোর্ট (নেগেটিভ) পেয়ে রোগী বাসায় থাকছে এবং চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে না। যার কারণে বাড়ছে শারীরিক জটিলতা।’

তিনি বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতিতে যেকোনো জটিলতা এড়াতে জ্বর হওয়ার ১ থেকে ৩ দিনের মধ্যেই ডেঙ্গু পরীক্ষা করানো উচিত। এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরাও এ পরামর্শ দিয়েছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here