পৃথিবীর অন্যান্য দেশ ভালো করে স্প্রে করেছে, মশা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী

0
6

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘পৃথিবীর অন্যান্য দেশ মশা নিধনে ভালো করে স্প্রে করেছে, কার্যকর ব্যবস্থা নিয়েছে বিধায় মশা কমেছে। ওসব দেশে ডেঙ্গু রোগীও কম, মৃত্যুও কম। ডেঙ্গুর প্রকোপ কমাতে হলে মশা কমাতে হবে। আর এ জন্য সিটি করপোরেশন, পৌরসভাকে কার্যকর ভূমিকা রাখতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে মশা বাড়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং সেই সঙ্গে মৃত্যু বাড়ছে’।

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যে পর্যন্ত মশা না কমবে, রোগীর সংখ্যাও কমবে না, মৃত্যুও কমবে না।’

ইতোমধ্যে সাত শতাধিক মৃত্যু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ডেঙ্গুতে আর মৃত্যু দেখতে চাই না’।

জাহিদ মালেক বলেন, ‘সবাই মিলে কাজ করলে কোভিডের মতো ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যাবে। ইতোমধ্যে ভারত থেকে সাত লাখ স্যালাইন আমদানি করার অনুমোদন দেওয়া হয়েছে। আজকালের মধ্যে সাড়ে তিন লাখ স্যালাইন চলে আসবে। বাকিগুলো শিগগিরই এসে পৌঁছাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here