আজ থেকে চার পণ্য বিক্রি করবে টিসিবি

0
6

আজ থেকে চার পণ্য-সয়াবিন/ রাইসব্রান তেল, মসুর ডাল, চাল ও চিনি ভর্তুকিমূল্যে বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের মাঝে সেপ্টেম্বর মাসের এই বিক্রি কার্যক্রম শুরু কবে। বৃহস্পতিবার উত্তর সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ডে ইন্দিরা রোড ক্রীড়া চক্রের মাঠে এই কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার টিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মাঝে ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি ও ডাল) দিতে সারা দেশে সেপ্টেম্বর মাসের বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে। একজন ফ্যামিলি কার্ডধারী ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি (প্রাপ্যতা সাপেক্ষে কয়েকটি স্থানে), ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল/ রাইসব্রান তেল কিনতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here