চলতি বছরই বলিউডে অভিষেক ঘটেছে শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারির। অন্যদিকে সাইফপুত্র ইব্রাহিম আলি খান নিজের প্রথম ছবির শুটিং ইতোমধ্যে শেষ করেছেন।
তবে বলিউডে অভিষেক হওয়ার আগে থেকেই সামাজিক মাধ্যমের সৌজন্যে বেশ পরিচিত মুখ তারা। গুঞ্জন রয়েছে— ইব্রাহিমের সঙ্গেই নাকি চুটিয়ে প্রেম করছেন পলক। একাধিক পার্টিতে একাধিকবার একসঙ্গে দেখা গেছে তাদের।
এবার মেয়ের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন বাবা রাজা চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে পলকের বাবাকে জিজ্ঞেস করা হয়, মেয়ে কি সত্যি প্রেম করছেন ইব্রাহিমের সঙ্গে? উত্তরে রাজা বলেন, আসলে এখন পলকের যা বয়স, তাতে ও নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। লোকে যাই ভাবুক সম্পর্ক নিয়ে, সেটা তাদের ব্যাপার। পলক খুশি থাকলে আমি খুশি, ও দুঃখ পেলে আমারও দুঃখ হয়।’
ছোটপর্দার অভিনেতা রাজাকে ১৯৯৮ সালে বিয়ে করেন শ্বেতা। ২০০০ সালে পলকের জন্ম হয়। ২০০৭-এ রাজার সঙ্গে বৈবাহিক সম্পর্কে ইতি টানেন শ্বেতা।