পুনম পান্ডের বাড়িতে আগুন: প্রাণে রক্ষা পেলেও সব পুড়ে ছাই

0
2

মুম্বাইয়ের একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগে শনিবার রাতে। সেই ভবনে থাকতেন অভিনেত্রী পুনম পান্ডে। পরে ফ্ল্যাটেও আগুন ধরে যায়। তবে এ ঘটনায় তার বাড়িতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুনম সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। তবে ফ্ল্যাটেই ছিল পুনমের পোষ্য সিজার। তবে স্বস্তির বিষয় পোষ্যটির কোনো ক্ষতি হয়নি।

পুনমের বাড়ির তত্ত্বাবধায়কদের তৎপরতাতেই সিজারকে ফ্ল্যাটের বাইরে বের করে আনা হয়। পরে দমকলকর্মীরা পুনমের ওই আবাসনের আগুন নিয়ন্ত্রণে আনে।

অভিনেত্রী আরও জানান, ওই ভবনের ১৬ তলায় থাকেন তিনি। হতাহতের ঘটনা না ঘটলেও তার ঘরের বহুকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

পুনম লিখেছেন, ‘আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে অগ্নিকাণ্ডের ঘটনায় আমার মন্দিরে কিছুই হয়নি। সিজার, আমার কর্মচারী, আমার বোন— সবাই ঠিক আছে। হ্যাঁ ঘর পুড়েছে, তবে প্রাণগুলো বেঁচে গেছে।’

এদিকে অভিনেত্রী ইনস্টাগ্রামে বাড়ির ছবি ও ভিডিও শেয়ার করেছেন, যেখানে পুড়ে যাওয়া দেয়াল, জিনিসপত্র দেখা যাচ্ছে। ক্ষতির মুখে পড়েছেন অভিনেত্রীও।

পুনমের আবাসনে অগ্নিকাণ্ডের ভিডিও উঠে এসেছিল পাপারাজ্জির ক্যামেরায়, তা ভাইরাল হয় ভায়ানির ইনস্টাগ্রামে।

জানা গিয়েছিল, রাজন নামে ওই ভবনের একজন বাসিন্দা দ্রুত দমকল বিভাগে খবর দিয়েছিলেন। রাজন নিজেও আগুন নেভাতে সাহায্য করেছিলেন।

প্রসঙ্গত, ২০২০ সালে স্য়াম বম্বেকে বিয়ে করেছিলেন পুনম পান্ডে। সে বছরই গোয়াতে মধুচন্দ্রিমাতেও গিয়েছিলেন পুনম ও স্যাম। পরে স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে শ্লীলতাহানি, গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন পুনম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here