পুতিন ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ শুরু করতে পারেন : হুঁশিয়ারি জেলেনস্কির

0
2

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘দ্বিতীয় হিটলার’ বলে মন্তব্য করেছেন। পুতিন ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ শুরু করতে পারেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে জেলেনস্কি এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মার্কিন টেলিভিশন সিবিএসের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন হেরে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। রুশরা যদি পোল্যান্ড পৌঁছে, এরপর কী হবে? তৃতীয় বিশ্বযুদ্ধ!’ জেলেনস্কি আরও বলেন, ‘ রাশিয়া বিশ্ববাসীর কাছে সব সম্মান খুইয়েছে। বারবার পুতিনকে নির্বাচিত করে দ্বিতীয় হিটলার তৈরি করেছে দেশটি।’

 তিনি বলেন, আমরা (আন্তর্জাতিক সম্প্রদায়) পেছনে ফিরে যেতে পারব না। তবে চাইলেই এখনই সব বন্ধ করতে পারি।

 প্রায় ২৫ বছরে ধরে রাশিয়া শাসন করছেন পুতিন। এর মধ্যে চার বছর তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত ছিলেন বাকিটা সময় প্রেসিডেন্ট। ইউক্রেনের গণমাধ্যমে প্রায়ই এডলফ হিটলারের সঙ্গে তুলনা করে পুতিনকে ‘পুতলার’ বলে সম্বোধন করা হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির নেতা ছিলেন এডলফ হিটলার। সূত্র: মেইল অনলাইন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here