ঐশ্বরিয়া রাইকে নিয়ে ট্রল

0
19

‘প্যারিস ফ্যাশন উইক’-এ অংশ নিয়ে ট্রলের শিকার হয়েছেন বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রাই। ফরাসি কসমেটিক্স কোম্পানি লরিয়াল-এর ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় তিনি এ শোতে অংশ নিয়েছেন।

সে জন্য প্যারিসে রয়েছেন তিনি। সম্প্রতি তার লুকের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে দারুণ লাগছে অভিনেত্রীকে।

‘প্যারিস ফ্যাশন উইক’-এ অংশ নেওয়ার কিছু ছবি একটি ফ্যান পেজে শেয়ার করা হয়েছে। ১ অক্টোবর ২০২৩-এ এই বলিউড ডিভার ছবি সামনে আসে। একটি প্রেস মিটে অংশ নিয়েছিলেন এ অভিনেত্রী। তার লুক বরাবরের মতো দৃষ্টি আকর্ষণ করেছে সবার।

শোয়ের প্রথম দিনের এই সুপারস্টার অল-ব্ল্যাক লুক বেছে নিয়েছিলেন, যাতে তাকে অত্যাশ্চর্য লাগছিল। তবে অনেকেই তার ব্ল্যাক লুক তেমন একটা পছন্দ করেননি এবং অভিনেত্রীকে ট্রলও করছেন। কেউ কেউ বলছেন— অভিনেত্রী তার ফ্যাশন গেম নিয়ে পরীক্ষা করা বন্ধ করে দিয়েছেন। কেউ বলছেন, তিনি অনেক ওজন বাড়িয়ে ফেলেছেন। ট্রল হয়েছেন হেয়ারস্টাইল নিয়েও।

তিনি একটি কালো কোট দিয়ে তার পোশাক স্টাইল করেছেন, যার কাঁধ ও হাতার ওপর নকশা ছিল। চকচকে ঠোঁট, ব্লাশড গাল, হাইলাইটার, খোলা চুল এবং বুট পরে নিজের লুক সম্পূর্ণ করেছেন।

মেয়ে আরাধ্যকে নিয়ে ৩০ সেপ্টেম্বর প্যারিসের উদ্দেশে রওনা দেন ঐশ্বরিয়া। বিমানবন্দরে স্টাইলিশ লুকে দেখা গেছে মা ও মেয়েকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here